38 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গণহত্যার স্মরণে এক মিনিট অন্ধকারে থাকল সারাদেশ

গণহত্যার স্মরণে এক মিনিট অন্ধকারে থাকল সারাদেশ


বিএনএ, ঢাকা : ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের গণহত্যার স্মরণে এক মিনিট অন্ধকারে থাকলো দেশ। শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত আলো নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।

এ উপলক্ষে রাত সাড়ে ১০টায় মুহূর্তেই নিভে যায় দেশের বিভিন্ন স্থানের সব আলো। কিছুক্ষণের জন্য যেন অন্ধকার সে রাতের চিত্র ফুটে উঠে। ঠিক ১০টা ৩১ মিনিটে ফের আলো জ্বালানো হয়।  তবে গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা দেওয়ার সঙ্গে জড়িত স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত ছিল।

অন্যান্য বছরগুলোতে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত আলো নিভিয়ে এ কর্মসূচি পালন করা হয়। কিন্তু এবার রমজান মাসের কারণে এটি রাত সাড়ে ১০টায় করা হয় বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ