33 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » কক্সবাজারে ব্যাটারীর পানি খেয়ে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজারে ব্যাটারীর পানি খেয়ে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজারে ব্যাটারীর পানি খেয়ে মা-মেয়ের মৃত্যু

বিএনএ কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জের ধরে পরিত্যক্ত ব্যাটারীর বিষাক্ত পানি খেয়ে মা ও শিশু মারা গেছে। মারা যাওয়া মা নয়নমনি (২১) ও শিশু কন্যা মেহেরমনি (১০ মাস)। শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা গ্রামে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান।

শনিবার (২৫ মার্চ) বিকেলে ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বছর আগে নয়নমনির সাথে মোহাম্মদ রাশেদ প্রকাশ মানিকের বিয়ে হয়। স্ত্রী নয়নমনির মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে শুক্রবার কোন একসময় স্বামী মানিকের সাথে তর্ক হয় তার। এ ঘটনার রেশ ধরে শুক্রবার রাতে নয়নমনি সৌরবিদ্যুতের পরিত্যক্ত ব্যাটারির পানি প্রথমে ১০ মাস বয়সি শিশু সন্তানকে পান করিয়ে পরে নিজে পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা তাদের দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শনিবার রাতে তাদের ২ জনের মৃত্যু হয়েছে।

ওসি মো: মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ শাহীন, বিএম

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ