23.6 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - মার্চ ২৮, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে অগ্নিকাণ্ডে পুরলো বসতঘর

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুরলো বসতঘর

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুরলো বসতঘর

বিএনএ, বান্দরবান:  বান্দরবানে অগ্নিকাণ্ডে ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও তিনটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় ঘরের জিনিসপত্র বের করতে পারেনি বাসিন্দারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের বালাঘাটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বালাঘাটা শৈলশোভা এলাকার বাসিন্দা আবু তাহের ও তার ভাইদের বসতঘরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ৪টি বসতঘর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ‘অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রায় ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

বিএনএনিউজ / আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ