29 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজার সৈকতে ভেসে এলো অলিভ রেডলি কচ্ছপ

কক্সবাজার সৈকতে ভেসে এলো অলিভ রেডলি কচ্ছপ

কক্সবাজার সৈকতে ভেসে এলো অলিভ রেডলি কচ্ছপ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় ৩৫ কেজি ওজনের একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে।কচ্ছপটির শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে সৈকতের শৈবাল পয়েন্ট এলাকায় মেলে মৃত কচ্ছপটি। এটি উদ্ধার করেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউট সদস্যরা।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, মা কচ্ছপটি একটি অলিভ রেডলি প্রজাতির। কক্সবাজার সৈকতে এক যুগ আগেও শীত মৌসুমে শত শত কাছিমের দেখা মিলতো। প্রতি বছর, একই স্থানে ও একই সময়ে রিডলি সামুদ্রিক কচ্ছপ দলে দলে সৈকতে এসে বাসা বাঁধতো। ডিম পেড়ে আবার সাগরে চলে যেতো।

তিনি আরো বলেন, কেম্পস রিডলি ও অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কাছিমের এ অনন্য আচরণ আরিবাদা নামে পরিচিত। স্প্যানিশ ভাষায় যার অর্থ সমুদ্রপথে আগমন। রিডলির আরিবাদা বিশ্বের বিস্ময়ের মধ্যে একটি। সমুদ্রের পাড়ে ডিম দিতে এসে জেলেদের জালের আঘাত কিংবা বড় কোনো ফিশিং বোটের ধাক্কায় কচ্ছপটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ