35 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাদেরের হ্যাটট্রিক, নাকি নতুন মুখ?

কাদেরের হ্যাটট্রিক, নাকি নতুন মুখ?

কাদের

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি পদে কোনো পরিবর্তন আসছে না- এটা নিশ্চিত হয়েই আছে। টানা দশমবারের মতো দলীয়প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তবে আলোচনার কেন্দ্রে এখন সাধারণ সম্পাদক পদ। এই পদে কে আসছেন- এ নিয়ে সবখানেই কৌতূহল। টানা তৃতীয়বারের মতো ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকছেন, নাকি নতুন কাউকে এই পদে দেখা যাবে- সেটা নিয়েও নানা গুঞ্জন ডালপালা মেলছে। চলছে চুলচেরা বিশ্নেষণ।

এমন প্রশ্নের জবাব নিয়ে আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন। ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’- এই স্লোগান নিয়ে আয়োজিত হবে এই সম্মেলন। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পূরণের পর এবারের সম্মেলন থেকে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ও তুলে ধরা হবে।

আরেকদিকে, জাতীয় সম্মেলনের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলে নতুন গতি আনার আলোচনাও রয়েছে। রয়েছে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসীন হওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের চ্যালেঞ্জ। সেই সঙ্গে সর্বাত্মক নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উপযোগী নতুন ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যও রয়েছে। এমন প্রেক্ষাপটে এবারের জাতীয় সম্মেলন এরই মধ্যে আওয়ামী লীগের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক সম্মেলন হিসেবে আখ্যা পেয়েছে।

দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলটির এই সম্মেলনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশের দলীয় নেতাকর্মীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ তৈরি করেছে। যদিও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে এবারের জাতীয় সম্মেলন অনেকটাই সাদামাটাভাবে আয়োজিত হচ্ছে। বরাবর দু’দিন ধরে আয়োজিত হলেও এবার এক দিনেই শেষ করা হবে সম্মেলন। সাদামাটা আয়োজন হলেও নেতাকর্মীর উপস্থিতি কম থাকছে না। বরং এবারও ঢল নামবে সারাদেশের তৃণমূল থেকে আসা নেতাকর্মীর।

যত কৌতূহল সাধারণ সম্পাদক নিয়েই :১৯৪৯ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বৃহৎ ও পুরোনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি পদে এবারও শেখ হাসিনাই বহাল থাকছেন। তিনি অবসরের ইচ্ছা প্রকাশ করলেও দলের সর্বস্তরের নেতাকর্মীরা এটি মানতে নারাজ। এ কারণে আজকের সম্মেলন থেকে এবারও টানা ৯ বারের সভাপতিকে এবার দশমবারের মতো দলীয়প্রধানের দায়িত্ব নিতেই হচ্ছে।

তবে দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক নিয়ে রয়েছে নানা আলোচনা, কৌতূহল। এখন পর্যন্ত দলীয় সভাপতির ‘সর্বোচ্চ আস্থায়’ থাকা টানা দুই মেয়াদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও স্বপদে আসছেন- এমনটাই মনে করা হচ্ছে।

তবে দলীয়প্রধান শেখ হাসিনার ‘আকস্মিক চমক’ হিসেবে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। সে ক্ষেত্রে নতুন সাধারণ সম্পাদক হিসেবে কয়েকজন নেতার বিষয়ে জোরালো আলোচনা রয়েছে। সেটা হলে দলের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক থেকে কাউকে বেছে নিতে পারেন আওয়ামী লীগ সভাপতি। তবে, গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সম্ভাব্য সাধারণ সম্পাদক পদের আলোচনা ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের মধ্যে সীমিত হয়ে পড়েছে। এ ছাড়া আলোচনায় আরও রয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আবদুর রহমান, চার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নামও।

দলীয় সূত্রগুলো আরও বলছে, ৮১ সদস্যের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেও খুব বেশি রদবদল আসার সম্ভাবনা নেই। কেবল কয়েকটি পদ থেকে নিষ্ফ্ক্রিয় ও বিতর্কিতদের বাদ দিয়ে তাঁদের স্থলে কিছু নতুন মুখ আসবে। কয়েকজনের পদ বদল হতে পারে।

সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর। গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান কমিটির তিন বছরের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৯ ডিসেম্বর। গত ২৮ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ