32 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » অস্ত্রসহ রোহিঙ্গা নেতা ইয়াসিন আটক

অস্ত্রসহ রোহিঙ্গা নেতা ইয়াসিন আটক

অস্ত্রসহ রোহিঙ্গা নেতা ইয়াসিন আটক

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে দেশীয় এলজিসহ ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের নেতা মোহাম্মদ ইয়াসিন (৩৫)কে আটক করেছে ৮ এপিবিএন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ ইস্ট ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ পায়েল হোসেনের নেতৃত্বে এসআই (নি.) নাছিম মিয়া এবং সেনাবাহিনীর একটি দল ইয়াসিনের ঘরে এই অভিযান পরিচালনা করে। সে সময় তার ঘরে রাখা সিমেন্টের বস্তার নিচ থেকে একটি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরি এলজি উদ্ধার করা হয়। মোহাম্মদ ইয়াসিন ওই ক্যাম্পের ব্লক- বি/৫০ এর বাসিন্দা (এফসিএন নং- ১২১৪৪৮) মোহাস্মদ ইসমাইলের ছেলে।

এই ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

বিএনএনিউজ/আরকেসি

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ