28 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » পাঁচলাইশে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, বাবুর্চির যাবজ্জীবন

পাঁচলাইশে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, বাবুর্চির যাবজ্জীবন

চট্টগ্রামে মদ খাওয়ায় খুন, দুই আসামীর মৃত্যুদণ্ড

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশে ১১ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই যুবকের নাম মোস্তাফিজুর রহমান বাবু (২৬)। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকায়। মুরাদপুরের একটি মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন মোস্তাফিজ, ২০১৯ সালের নভেম্বরে ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন।

রবিবার ( ২৪ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত মোস্তাফিজুর রহমান বাবু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৮ জনের সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে ১ লাখ টাকা অথর্দণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ