চট্টগ্রামে মিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর
27 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে মিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর

বিএনএ, চট্টগ্রাম : সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলার জামিন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (২৪ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে এহতেশামুল হক হক ভোলা বর্তমানে কারাগারে আছেন। গত ২৩ অক্টোবর মিতু হত্যা মামলায় ভোলাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম (মিতু)। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দিন  গড়ানোর সাথে সাথে মামলার গতিপথও পাল্টেছে। এক পর্যায়ে সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে স্বামী বাবুল আক্তারের নাম। তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার (১১ মে) ডেকে তাকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে ১২ মে বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার প্রধান আসামি বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। রিমান্ড শেষে প্রথমে আদালতে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও পরে জবানবন্দি দেননি বাবুল। তারপর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

বিএনএ/ ওজি

 

Total Viewed and Shared : 1 45 , 45 views and shared


শিরোনাম বিএনএ