14 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৫৫ জন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৫৫ জন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৫৫ জন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে নতুন করে আরও ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ২ হাজার ৫ শত ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ১ হাজার ৬ শত ৩৭ এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ শত ৪১ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৪ শত ৯ জন পুরুষ, ৭ শত ১২ জন নারী এবং ৪ শত ৫৭ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১২ জন, পুরুষ ৬ জন এবং ৩ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪ শত ৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ