24 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » পীরগঞ্জে হামলা, আদালতে স্বীকারোক্তি দিলেন সৈকত-রবিউল

পীরগঞ্জে হামলা, আদালতে স্বীকারোক্তি দিলেন সৈকত-রবিউল

পীরগঞ্জে হামলা, আদালতে স্বীকারোক্তি দিলেন সৈকত-রবিউল

বিএনএ রংপুর: রংপুরের পীরগঞ্জের ঘটনায় গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও রবিউল ইসলাম। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. দেলোয়ার হোসেনের আদালতে জবানবন্দি দেন তারা।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন। তিনি বলেন, গ্রেফতারকৃত সৈকত মণ্ডল স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। এছাড়া, তার সঙ্গে গ্রেফতার হওয়া রবিউল ইসলামকে আদালতে তোলা হয়েছিল। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলা হয়। তিনিও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বেচ্ছায় আদালতকে জানিয়েছেন। এরপর বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

গত ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দুপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ১৫ পরিবারের ২১টি বাড়িঘর পুড়ে যায়। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় দায়ের করা ৪টি মামলায় গ্রেফতার হয়েছেন ৬৪ জন ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ