30 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » এক মাসের জন্য সংসদ সদস্য হলেন সিদ্দিকুর রহমান

এক মাসের জন্য সংসদ সদস্য হলেন সিদ্দিকুর রহমান

ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী

নাটোর :  জাতীয় সংদের ৬১তম আসন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) এর উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার(২৪ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নাটোর-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দেন। রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি এ ফলাফল ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট ২০২৩ আকস্মিকভাবে ইন্তেকাল করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ইসির তফশিল অনুযায়ী ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১১ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ