32 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » স্কুলে গিয়ে করোনা আক্রান্তের সত্যতা মেলেনি: শিক্ষা উপমন্ত্রী

স্কুলে গিয়ে করোনা আক্রান্তের সত্যতা মেলেনি: শিক্ষা উপমন্ত্রী

স্কুলে গিয়ে করোনা আক্রান্তের সত্যতা মেলেনি: শিক্ষা উপমন্ত্রী

বিএনএ চট্টগ্রাম: স্কুলে গিয়ে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে, এর কোন সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহবিুল হাসান চৌধুরী নওফেল। তবে, যেসব জায়গায় শিক্ষার্থীদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ব্যারিস্টার নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, স্কুল বন্ধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বেড়াতে গেছে, সেখান থেকে তারা আক্রান্ত হতে পারে। সুনির্দিষ্ট কিছু জায়গায় দেখা গেছে শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হয়েছে। সেখানে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্কুলে যাওয়ার কারণে তারা আক্রান্ত হয়নি।

ব্যারিস্টার নওফেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বইয়ে ব্রিটিশবিরোধী বিপ্লবীদের কথা লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, বিপ্লবীদের কাছ থেকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা ও শক্তি পেয়েছেন। ব্রিটিশবিরোধী বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী।

এছাড়া, বিপ্লবীদের অনুসরণ করে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Total Viewed and Shared : 140 


শিরোনাম বিএনএ