29 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় সাধারণ অধিবেশনের চতুর্থ দিনের ভাষণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

১৯৭৪ সালে জাতিসংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুসরণ করে অন্যান্য বছরগুলোর মতো এবারও বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

ভাষণে বিশ্বশান্তি, নিরাপদ অভিবাসন, করোনার টিকার সুষম বন্টন, ফিলিস্তিনি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়  তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা চাইবেন তিনি।

দিনের শুরুতে ভাষণ দেবেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইর এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আট জন। এরপর ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এদিন অধিবেশনের দ্বিতীয় ভাগে ভাষণ দেবেন জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী, ১৫ মিনিট করে সময় পাবেন প্রত্যেক দেশের নেতা।

এদিকে, সরকারি সফরনামা অনুযায়ী শুক্রবারই নিউইয়র্কে প্রধানমন্ত্রীর শেষ দিন। জাতিসংঘ অধিবেশন এবং নিউইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর ২৫ সেপ্টেম্বর শনিবার সকালে নিউইর্য়ক থেকে ওয়াশিংটন যাবেন শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে করে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন তিনি।

পহেলা অক্টোবর শুক্রবার সকাল পৌনে আটটায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন বঙ্গবন্ধু কন্যা। ২৫ সেপ্টেম্বর শনিবার সকালে নিউইর্য়ক থেকে ওয়াশিংটন যাবেন শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে করে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন শেখ হাসিনা।

পহেলা অক্টোবর শুক্রবার সকাল পৌনে আটটায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন বঙ্গবন্ধু কন্যা। ঐদিন রাত সোয়া ১০টায়  দেশে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ