32.3 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হাসানের মৃত্যু

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হাসানের মৃত্যু

ঢামেকে দুই হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : কোটা সংস্কারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান (৩০) হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাসান যাত্রাবাড়ী এলাকায় একটি আড়তে কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের বাবা মোহাম্মদ কবির হাওলাদার জানান, গত ৫ আগস্ট  ছাত্র -জনতা আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী মোড়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায়  শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসান মারা যায় । ভোলা জেলার লালমোহন উপজেলায় হাসানের গ্রামের বাড়ি। বর্তমানে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ