26 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » Chess World Cup 2023 Final: দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন

Chess World Cup 2023 Final: দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন

GM Magnus Carlsen

স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে(Chess World Cup 2023 Final)শিরোপা লাভ করেছেন নরওয়ের গ্রান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেন(Magnus Carlsen)।

গত মঙ্গলবার(২২আগস্ট) আজেরবাইজানের বাকুতে শুরু হয় দাবা বিশ্বকাপের ফাইনাল ২০২৩ খেলা। খেতাব জয়ের ম্যাচে নরওয়ের ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ ।

টাইব্রেকের নিয়ম অনুসারে মোট ২৫ চালের মধ্যে খেলা শেষ করতেই হবে। খুব দ্রুত চাল দিতে হয় দাবাড়ুদের। কিন্তু প্রজ্ঞানন্দ প্রথমদিকে একটি চাল দিতে ৬ মিনিট ৩৪ সেকেন্ড সময় নেন।বৃহস্পতিবার টাইব্রেকারের শুরু থেকেই প্রজ্ঞানানন্দের উপর চাপ সৃষ্টি করতে থাকেন কার্লসেন। ৪৭টি মুভের পর প্রথম টাই ব্রেকে হেরে যান ভারতীয় তরুণ দাবাড়ু। প্রথমেই গিয়ে সুবিধাজনক জায়গায় চলে যা‌ন ম্যাগনাস কার্লসেন। সেই সুবিধা কাজে লাগিয়েই জয় পান নরওয়ের দাবাড়ু।

নরওয়ের ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ ।
নরওয়ের ম্যাগনাস কার্লসেন(বামে) ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ(ডানে)

প্রথম দুটো ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’ জনের। প্রথম টাইব্রেকারে ম্যাগনাস  কার্লসেন জিতে যান। প্রথম টাইব্রেকার কার্লসেন জিতে যাওয়ায় দ্বিতীয় টাইব্রেকার জিততেই হবে প্রজ্ঞানন্দকে। এই অবস্থায় দ্বিতীয় টাইব্রেকারের খেলা শুরু করেন ভারতীয় দাবাড়ু। কিন্তু দ্বিতীয় টাইব্রেক ড্র হওয়ায় চ্যাম্পিয়ন হয়ে যান ম্যাগনাস কার্লসেন।

ফাইনালে প্রজ্ঞানন্দ দারুণ শুরু করেছিলেন, যাতে ম্যাগনাস কার্লসেন চাপে পড়ে গিয়েছিলেন৷ এমনকি নিজের একটি দানের জন্য ২৮ মিনিট সময় নেন বিশ্বের এক নম্বর৷ কিন্তু পরে দারুণভাবে ফিরে আসেন ম্যাগনাস কার্লসেন এবং উল্টো চাপে পড়ে যান প্রজ্ঞানন্দ এবং ভারতীয় গ্র্যান্ডমাস্টার ড্র-তে রাজি হয়ে যান৷মঙ্গলবার প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় দু জনই একই জায়গায় রয়েছেন। অবশেষে ৩৫ চালের পরে ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী।

কার্লসেন দ্বিতীয় দিনে বুধবার সাদা গুটি নিয়ে ভালোই খেলছিলেন। কালো গুটি নিয়ে খেলা প্রজ্ঞানন্দকে অবশ্য কখনও অস্বস্তি বোধ করতেও দেখা যায়নি। ইক্যুয়াল বিশপ এন্ডিংয়ের মাধ্যমে এই গেম ড্র হয়ে যায়। প্রথম গেম চলেছিল ৪ ঘণ্টার বেশি, ড্র হয়েছিল ৭০ চালের বেশি খেলা গড়ানোর পর।

৩২ বছর বয়সি ছয়বারের চ্যাম্পিয়ন ম্যাগনাস  কার্লসেন ১লাখ ১০ হাজার মার্কিন ডলারের সমপরিমান পুরস্কারের অর্থ জিতেছেন যেখানে ১৮ বছর বয়সী প্রজ্ঞানান্ধা রানার্সআপ হবার জন্য পেলেন ৮০হাজার মার্কিন ডলার।

বিএনএনিউজ২৪,Chess World Cup 2023 Final,জিএন

Loading


শিরোনাম বিএনএ