27 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশের প্রশংসায় এস্তোনিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রশংসায় এস্তোনিয়ার প্রেসিডেন্ট

এস্তোনিয়া

বিএনএ ডেস্ক: এস্তোনিয়ার প্রেসিডেন্ট অ্যালার কারিস বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন। এসময় তিনি ইউক্রেন থেকে আসা শরণার্থীদের নিয়ে তার দেশের অভিজ্ঞতার তুলনা করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন।

মঙ্গলবার (২২ আগস্ট) তালিনের অবস্থিত কাদরিওর্গ প্রেসিডেন্সিয়াল প্যালেসে এস্তোনিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ.কে.এম. শহিদুল করিম দেশটির প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে প্রেসিডেন্ট এই কথা বলেন। বুধবার (২৩ আগস্ট) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়েছে।

অ্যালার কারিস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্যোগের মতো ক্ষেত্রগুলোতে সম্পর্ক জোরদার করার দৃঢ় ইচ্ছার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত করিম বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তারা দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এস্তোনিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং চলমান উন্নয়ন সম্পর্কে অবহিত করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ এবং দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের তাঁর উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে আলোচনা করেন।

এর আগে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত গার্ড অব অনার গ্রহণ করেন। বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে দায়িত্বরত রাষ্ট্রদূত করিম একই সাথে এস্তোনিয়া ও আইসল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বপালন করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ