29 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তানে বন্যায় নিহত ২৬

আফগানিস্তানে বন্যায় নিহত ২৬


বিএনএ, বিশ্বডেস্ক :আফগানিস্তানে বন্যায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ৪০ জনের বেশি লোক।  দেশটির কর্মকর্তারা রোববার(২৩ জুলাই) এ তথ্য জানান।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেছেন, শুক্রবার থেকে বন্যায় দেশব্যাপী মোট ৩১ জন নিহত হয়েছে । এ ছাড়া সম্পত্তি ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ময়দান ওয়ারদাক প্রদেশের জলরেজ জেলার প্রধান দুর্যোগ অঞ্চলে জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।

রহিমি এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার থেকে জলরেজে ৬০৪টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত একর কৃষি জমি ও বাগান ধ্বংস হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ