14 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের টাকার বিনিময়ে সিম কার্ড দিতেন তারা

রোহিঙ্গাদের টাকার বিনিময়ে সিম কার্ড দিতেন তারা

রোহিঙ্গাদের টাকার বিনিময়ে সিম কার্ড দিতেন তারা

বিএনএ, কক্সবাজার: অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। আটকরা হলেন জয় বিশ্বাস, মো. জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা।
দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার

এএসপি জামিলুল হক জানান, দীর্ঘদিন ধরে জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে রোহিঙ্গাদের হাতে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমগুলো তুলে দিতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য মিলেছে।

চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে র‍্যাব। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ