বিএনএ, গাজীপুর প্রতিনিধি : লকডাউনের বিধিনিষেধ অমান্য করে কারখানা খোলা রাখার দায়ে গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থিত এ ওয়ান পলিমার লিমিটেড নামক একটি প্লাস্টিকের পণ্য তৈরির কারখানাকে সিলগালা করেছে ভ্রম্যমান আদালত।
করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপি ১৫দিনের আরোপিত বিধিনিষেধ চলছে ২৩জুলাই ভোর হতে। এ সময় সকল কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ভ্রম্যমান আদালত সূত্রে জানাগেছে, সরকারের নির্দেশনা উপেক্ষা করে কারখানা খোলা রাখার দায়ে শনিবার (২৪ জুলাই) দুপুরে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় জেলা প্রশাসকের নির্বাহী মাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এক অভিযান পরিচালনা করে ওই কারখানাকে সাময়িক বন্ধ ঘোষণা এবং কারাখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
বিএনএনিউজ, রুকন শেখ,এসজিএন