31 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে পশ্চিম তীরের সহিংসতা : জাতিসংঘ

নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে পশ্চিম তীরের সহিংসতা : জাতিসংঘ


বিএনএ, বিশ্বডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সতর্ক করেছে জাতিসংঘ। শুক্রবার (২৩ জুন) জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সতর্ক করে বলেন, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ইসরায়েলি হামলায় এই সপ্তাহে অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে হেলিকপ্টার গানশিপের ব্যবহার করা হলো। গানশিপ দিয়ে আঘাতও করা হয় শিবিরে। এতে প্রাণহানির পাশাপাশি ৯১ জন আহত হন।

ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, “এই সর্বশেষ হত্যাকাণ্ড এবং সহিংসতা, প্রদাহজনক বক্তব্যের সাথে, শুধুমাত্র ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের গভীর অতল গহ্বরে নিয়ে যাওয়ার জন্য কাজ করে।”

এই বছর এ পর্যন্ত, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের সাথে যুক্ত সহিংসতায় ২০০জনেরও বেশি লোক মারা গেছে, যাদের অধিকাংশই ফিলিস্তিনি।

তুর্ক বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপ দিতেহবে সকল ধরণের প্রাণঘাতী বল প্রয়োগ বন্ধ করতে।

যেসকল মৃত্যু হয়েছে প্রতিটি মৃত্যুর একটি কার্যকর তদন্ত প্রয়োজন, তিনি যোগ করেন।

তুর্ক বলেন, ” অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলকে অবশ্যই জরুরীভাবে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণভাবে নীতির প্রকাশ ঘটাতে হবে, যার মধ্যে জীবনের অধিকার রক্ষা এবং সম্মান করা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ