বিএনএ , ঢাকা : ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে ডালিম (৪১) নামে এক মাদক মামলার আসামি হাসপাতালে মারা গেছেন । বৃহস্পতিবার দুপুরে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আবু তালেব জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ডালিমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায়। মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি
Total Viewed and Shared : 140