30 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর শান্তিনগরে বহুতল ভবনে আগুন

রাজধানীর শান্তিনগরে বহুতল ভবনে আগুন

একবছরে ২৭ হাজারের বেশি দুর্ঘটনা, সিগারেট-চুলা থেকে আগুন লাগে বেশি

বিএনএ, ঢাকা : রাজধানীর শান্তিনগরে একটি ১২তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিটশুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ