27 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - মে ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সাজেকে ট্রাক উল্টে নিহত ৬

সাজেকে ট্রাক উল্টে নিহত ৬

সাজেকে ট্রাক উল্টে নিহত ৬

বিএনএ, রাঙ্গামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে উদয়পুর সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত একটি ট্রাক উল্টে অন্তত ৬ জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও ৮ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে সাজেক ইউনিয়নের উদয়পুরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার।

ইউএনও বলেন, সাজেকের উদয়পুরে ট্রাক উল্টে ৬ জন শ্রমিক নিহত ও ৮ জন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাতুলাল চাকমা জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরতেছিল। এসময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ