বিএনএ, ঢাকা: দেশের গৃহহীন মানুষদের জন্য ৩২ হাজার ৯০৪ টি ঘর ঈদ উপহার হিসেবে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘরগুলো গৃহহীনদের কাছে হস্তান্তর করবেন তিনি।
বরিবার (২৪ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
তিনি জানান, ভার্চুয়ালি ৩২,৯০৪ টি ঘর গৃহহীন, ভূমিহীন ও দুস্থ পরিবারে কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ হস্তান্তর করবেন শেখ হাসিনা।
তোফাজ্জল হোসেন জানান, ঘরগুলো হস্তান্তর করা হলে মাথা গোজার ঠাঁই পাবেন দেড় লাখেরও বেশি মানুষ। তিনি বলেন, আরও প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ঘর নির্মাণ করতে পারলে দেশে কোনো গৃহহীন থাকবে না।
তোফাজ্জল হোসেন জানান, খাস জমির পাশাপাশি জমি কিনে ঘর নির্মাণ করে সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া হচ্ছে। জানান, এই প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকার ৫ হাজার ৫ শ একর জমি দখল মুক্ত করে ভূমিহীনদের জন্য ঠিকানা নির্মাণ করে দেয়া হয়েছে। এ ঘটনা পৃথিবীর অন্যতম এক নজির।
তোফাজ্জল হোসেন বলেন, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 19