30 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২১, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশের ধাওয়া : পরিবহন শ্রমিক নিহত

পুলিশের ধাওয়া : পরিবহন শ্রমিক নিহত

পরিবহন শ্রমিক নিহত

বিএনএ, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাইভেটকারচাপায় আবদুল লতিফ (৫৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ নোয়াখালীর সেনভাগ উপজেলার ইদলপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি কাভার্ডভ্যানের হেলপার ছিলেন।

জানা গেছে, রাতে বানেশ্বর এলাকায় কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কাভার্ডভ্যানের হেলপার আবদুল লতিফ। তখন পুলিশ নিয়ে লকডাউন বাস্তবায়নে ওই এলাকায় যান পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ। এসময় কয়েকজনের জটলা দেখে পুলিশ ধাওয়া করে। এতে দ্রুত পালাতে আবদুল লতিফ দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-২৬-৩৯২৩) নিচে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবপুর ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, কাভার্ডভ্যান নিয়ে নোয়াখালী ফিরছিলেন আবদুল লতিফ। পথে বানেশ্বর এলাকায় তিনি রাতের খাবার খেতে নেমেছিলেন। মহাসড়ক পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ