28 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলায়  ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ২০ জন।  বৃহস্পতিবার(২৩ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের একটি শহর কোস্তিয়ানতিনিভকাতে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র একটি সাহায্য কেন্দ্রে আঘাত হানে। এতে পাঁচজন মারা গেছে।

দক্ষিণ খেরসন অঞ্চলের কেন্দ্রীয় শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এছাড়া বিলোজারকাতেও একজন নিহত এবং চারজন আহত হয়।

উত্তর-পূর্ব অঞ্চলের প্রশাসন জানিয়েছে, রাতে রকেট এবং বিমান হামলায় সুমি প্রদেশের বিলোপিলিয়াতে দুই বেসামরিক লোক নিহত এবং নয়জন আহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি পায়নি রাশিয়া। এরপর থেকে সেখানে নতুন করে সেনা পাঠিয়েছে মস্কো। সবশেষ বাখমুত ঘিরে ব্যাপক যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ