বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা হতে ৮ হাজার পিস ইয়াবাসহ মোঃ মিজান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার(২৪ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
আটক মোঃ মিজান (৪৫)চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মৃত আলী আহমদের ছেলে।
র্যাব- ৭ জানায়, চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার রাহাত প্লাজার চতুর্থ তলার ১টি কক্ষে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার(২২ মার্চ)রাতে র্যাব অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর সময় মোঃ মিজান (৪৫) কে আটক করে তারা। পরে তার রুম থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে কিনে পরবর্তীতে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অধিক মূল্যে বিক্রি করে আসছে।
উল্লেখ্য, মিজান পেশায় একজন ফেরিওয়ালা। ভ্যানে পোশাক বিক্রি করে। এ পেশার আড়ালে সে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করত।
গ্রেফতার হওয়া আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 115