বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ৯ হাজার ২৫৩ জনকে গ্রেপ্তার করা হলো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, কাঠের বাটযুক্ত একটি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, একটি মলবাহী ট্রাক ও ২৫০ গ্রাম গাঁজা।
বিএনএনিউজ/এইন্তা/এইচমুন্নী