34 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত

সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত


বিএনএ, ঢাকা: আগামী ৭ মার্চ শবে বরাত। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায়  চাঁদ দেখা কমিটি এই তারিখ ঘোষণা করে। সেই হিসেবে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ অথবা ২৪ মার্চ শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র রমজানকে সামনে রেখে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।

ইসলামিক ফাউন্ডেশনের সময় সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নামাজ-রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারের সঙ্গেও এই সময়সূচির মিল রয়েছে।

বিএনএ/ বিএম, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ