30 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ফাইজারের টিকা বন্ধ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

ফাইজারের টিকা বন্ধ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

ফাইজারের টিকা বন্ধ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

বিএনএ: আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ ফাইজারের টিকা কাউকে দেয়া হবে না। তবে শিশুদের ফাইজার ও বড়দের সিনোফার্মসহ অন্যান্য টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। টিকার ঘাটতি পূরণে আগামী এক মাসের মধ্যে ফাইজারের বিশেষ টিকা আমদানির ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সাইদুজ্জামান বলেন, করোনার তৃতীয় ও চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। তবে মজুদ থাকা কিছু সংখ্যক ফাইজারের টিকার মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। ২৭ ফেব্রুয়ারির পর টিকা দেয়া হবে না। তবে শিশুদের জন্য যেসব ফাইজারের টিকা রয়েছে, সেগুলোর মেয়াদ আরও অনেক দিন আছে। যে কারণে শিশুদের টিকা কার্যক্রমে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, কোন টিকার মেয়াদ শেষ হলে সেগুলোর প্রয়োগ বন্ধ হবে এটাই স্বাভাবিক। এজন্য ঘোষণা দেয়ার কিছু নাই। করোনা টিকার সঠিক ব্যবহার ও অপচয় রোধে ইতোপূর্বে বিশেষ ক্যাম্পেইন করে জেলায় জেলায় দেয়া হয়েছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ