বিএনএ ডেস্ক : তুরস্কে সফল অভিযানের পর দায়েসমুক্ত হয়েছে সিরিয়ার আল বাব শহর। এর ফলে অত্র অঞ্চলে ফিরে এসেছে শান্তি।আল বাব শহরে সিরিয়ার প্রায় ৪ লাখ অধিবাসী বাস করে।
জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ৫১ অনুসারে, তুরস্ক সন্ত্রাস প্রতিরোধ এবং বাসিন্দাদের শান্তিপূর্ণ অবস্থানের জন্য উত্তর সিরিয়ার আল-বাবে সীমান্ত জুড়ে ২০১৬ সালে অপারেশন ইউফ্রেটিস শিল্ড চালু করে।অভিযানের ষষ্ঠ মাসে আল-বাবকে দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হয়।
তুরস্ক আল-বাবের ১৫০টি বিদ্যালয়ের পুনর্গঠনে ভূমিকা পালন করেছে, যেখানে বর্তমানে প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী শহরের কেন্দ্রে শিক্ষা গ্রহণ করে।
এছাড়াও তুরস্কের দক্ষিণ-পূর্ব গাজিয়ানটেপ প্রদেশে অবস্থিত গাজিয়ান টেপ বিশ্ববিদ্যালয় শহরে একটি অনুষদ স্থাপন করেছে।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 159