19 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ যুব দলের মারুফকে শাস্তি দিল আইসিসি

বাংলাদেশ যুব দলের মারুফকে শাস্তি দিল আইসিসি

মারুফ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মারুফ মৃধা। ১০ উইকেট নিয়ে টুর্ণামেন্টে চার বোলারের সঙ্গে যৌথভাবে উইকেটশিকারির তালিকায় তিনে ছিলেন বাঁহাতি পেসার।

সেই ছন্দটাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টেনে এনেছেন মারুফ। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নেন তিনি। তবে ৮৪ রানে হেরে যাওয়ায় তাঁর দুর্দান্ত বোলিং বাংলাদেশের কাছে আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর বোলিং পারফরম্যান্স কাছে এসেছে। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। দল জয়ে ফিরলেও প্রথম ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় গতকাল দুঃসংবাদ পেয়েছেন তিনি।

উইকেট পেয়ে আপত্তিকর আচরণ করায় মারুফকে শাস্তি দিয়েছে আইসিসি। আচরণবিধির ১ ধারা ভঙ্গ করায় এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাঁহাতি পেসার। আইসিসির অনুচ্ছেদ ২.৫ তে বলা হয়েছে, কোনো ক্রিকেটার প্রতিপক্ষের খেলোয়াড় বা ম্যাচ অফিশিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক অঙ্গভঙ্গি করতে পারবে না।

ঘটনাটি ঘটেছে ম্যাচের ৪৪ তম ওভারে। ভারতীয় ব্যাটার আরেভেলি অবিনাশকে আউট করার পর আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে দুইবার ব্যাটারকে ড্রেসিংরুমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মারুফ। সেই ঘটনার প্রেক্ষিতেই ম্যাচ শেষে বাংলাদেশি পেসারের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি শহীদ ওয়াদভেলা। মারুফ শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না আর।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ