20 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নৌকার প্রচারণায় একঝাঁক তারকা

চট্টগ্রামে নৌকার প্রচারণায় একঝাঁক তারকা

চট্টগ্রামে নৌকার প্রচারণায় একঝাঁক তারকা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র জগতের একঝাঁক তারকা।

রোববার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া এই প্রচারণায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রামে নৌকার প্রচারণায় একঝাঁক তারকা

রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নৌকার মাধ্যমে পাকিস্তানিদের পরাজিত করেছি। নৌকায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাই চট্টগ্রামবাসী আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অরুণা বিম্বাস, চিত্রনায়ক রিয়াজ, নাট্য অভিনেতা মীর সাব্বির, তারিন, বিজরী বরকতউল্লাহ, তানভিন সুইটি, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অপু বিশ্বাস ও চিত্রনায়ক সায়মন সাদেক।

এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শিল্পীদের প্রচারণা দেখতে কৌতুহলী মানুষের ভীড় জমে। প্রচারণায় অংশ নিয়ে তারকা শিল্পীরা উন্নয়নের অগ্রযাত্রা ও সংস্কৃতি সুস্থ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান।

জানা গেছে, আগামীকালও আমাদের নির্বাচনি প্রচারণা চলবে। আগামীকাল প্রচারণায় আমাদের সঙ্গে যুক্ত হবেন চিত্রনায়ক ফেরদৌস, পূর্ণিমাসহ অনেকেই।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ