19 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » অবৈধ সিসা কারখানা উচ্ছেদ করল এলাকাবাসী

অবৈধ সিসা কারখানা উচ্ছেদ করল এলাকাবাসী

অবৈধ সিসা কারখানা উচ্ছেদ করল এলাকাবাসী

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে একটি অবৈধ সিসা কারখানায় পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা বের করার কারণে তৈরি হওয়া অ্যাসিডের এই প্রকোট গন্ধে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) জুম্মা নামাজের পর উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার অবৈধ সিসা কারখানাটি স্থানীয় লোকজন ভেঙে গুঁড়িয়ে দেয়।

জানা যায়, স্থানীয় প্রভাবশালী নেতা ও কিছু মাটি ব্যাবসায়ীদের সহায়তায় তিন মাস পূর্বে মো. আরিফ ও রুবেল দেওয়ান আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার বটতলা একটি জমি ভাড়া নিয়ে সিসা কারখানা দেয়। কারখানাটি দেওয়ার পর তিন মাসের ভিতরে আশেপাশের ৮টি গরু মারা যায়। এছাড়াও অর্ধশতাধিক গরু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এবিষয়ে পুলিশ ও প্রশাসনকে অবহিত করার পরও কোন ব্যবস্থা না নিলে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে অবৈধ কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়।

ভুক্তভোগী পশু চিকিৎসক এরশাদ আলী বলেন, আমি একজন পশু চিকিৎসক। দীর্ঘদিন ধরে ডাক্তারি করে আসছি। ব্যাটারি ফ্যাক্টরি হওয়ার পর আমার নিজের দুইটা গরু মারা গেছে। এবং একটি মহিষ অসুস্থ। কিছুই খাইতে পারে না। যেকোন মুহূর্তে মারা যেতে পারে।

স্থানীয় কৃষক রাজা মিয়া বলেন, সিসা কারখানা তৈরির পর জমি থেকে ঘাস কেটে গরুকে খাওয়াতে পারি না। ফসলাদিও ঠিক মতো হচ্ছে। ভুট্টা গাছের পাতায় সিসার পরদ (আবরণ) পরে গেছে। সেই ঘাস ও ভুট্টা গাছের পাতা খাওয়ানোর পর আমার গরুটি মারা গেছে। পরে চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি জানায়।

ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, অবৈধ সিসা কারখানাটি এলাকার কিছু খারাপ প্রকৃতির লোক টাকা খেয়ে আমাদের এলাকায় বসায়। তারপর থেকেই আশেপাশের এলাকার গরু রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ভুক্তভোগীদের অভিযোগের পর কারখানাটি ভেঙে নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের নিকট জানাই। একাধিকবার জানানোর পরও তারা কোন ব্যবস্থা না নিলে এলাকার লোকজন অবৈধ সিসা কারখানাটি ভেঙে দেয়।

আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, কারখানাটি এখান থেকে সরিয়ে নেয়ার জন্য তিন তিনবার পরিষদ থেকে চৌকিদার পাঠিয়েছি। তারপরও তারা সরিয়ে নেয়নি। পরে আজ নান্দেশ্বরী এলাকার লোকজন জুম্মা নামাজের পর ভেঙে দিয়েছে।

বিএনএ/ইমরান/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ