33 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে সড়ক প্রাণ হারাল মামা-ভাগনেসহ ৩ জন

টাঙ্গাইলে সড়ক প্রাণ হারাল মামা-ভাগনেসহ ৩ জন

দুর্ঘটনা

বিএনএ, টাঙ্গাইল:  টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায়  সড়কে প্রাণ হারাল  মামা-ভাগনেসহ তিনজন।  শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সকালে সখীপুর উপজেলার বাটাজোর সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও একই গ্রামের আ. সালামের ছেলে সাকিব (২০) । আরেকজনের পরিচয় পাোয়া যায়নি। ।

সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনির গণমাধ্যমকে জানান,  তারা সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাটাজোড় বাজারে নিজেদের দোকানে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।

এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সেবা লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে অজ্ঞাত এক ব্যক্তি বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আরোহী মারা যান।

ওসি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ