17 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আগুনে পুড়ল পাঁচ বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়ল পাঁচ বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়ল পাঁচ বসতঘর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি বসতঘর। শনিবার (২৩ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূূত্রপাত হয়ে টিন শেড মাটির ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে বের হতে পেরেছেন। ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। অগ্নিদুর্গত পরিবারগুলো খোলা আকাশের নিচে শীতের মাঝে মানবেতর জীবনযাপন করছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।

এদিকে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে চাল, কম্বল ও শিক্ষার্থীদের বইসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রি খীসা। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

এসময় ইউএনও হিমাদ্রি খীসা সাংবাদিকদের বলেন, বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের তড়িৎ ব্যবস্থা গ্রহণের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। ফায়ার সার্ভিস স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ