20 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সুনামগঞ্জে বন্ধ রয়েছে দূর পাল্লার যানবাহন

সুনামগঞ্জে বন্ধ রয়েছে দূর পাল্লার যানবাহন

সুনামগঞ্জে বন্ধ রয়েছে দূর পাল্লার যানবাহন

বিএনএ,সুনামগঞ্জ: এডমিরাল এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জের দূর পাল্লার কোনোও যানচলাচল করছে না।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ – সিলেট মহাসড়কের লামাকাজী নামকস্থানে এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্টের সরকার পতনের পরে টোল আদায় বন্ধ হয়। আওয়ামী সরকার পতনের কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু পরবর্তীতে  কোনো সুরাহা না হওয়ায় এই কর্ম বিরতির ডাক দিয়েছে বলে জানিয়েছেন নেতৃত্ববৃন্দ।

জেলা বাস- মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আজকে থেকে সুনামগঞ্জের সড়কের দূর পাল্লার কোনো যানবাহন চলাচল করবে না।

ব‌াস মি‌নিবাস শ্রমিক ইউনিয়ন সভাপ‌তি সেতু মিয়া বলেন, সেতু‌তে টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাক‌বে।

হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় বিপা‌কে প‌ড়ে‌ছেন যাত্রীরা। এ ছাড়াও আজ মাস্টার্স প‌রীক্ষা থাকায় সুনামগঞ্জ থে‌কে প‌রীক্ষার্থীরা সি‌লেটে যাওয়ার জন‌্য বাস‌স্ট্যান্ডে এসে অনি‌শ্চয়তায় পড়েছেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ