16 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে  গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার একমাত্র  আসামি মোঃ রেজাউল করিম (৩০)কে গ্রেফতার  করেছে র‍্যাব-৭। রোববার (২২ সেপ্টেম্বর) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন রৌফবাদ এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

আসামি মোঃ রেজাউল করিম চট্টগ্রাম জেলার বন্দর থানার চান্দারপাড়া কবরস্থান এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ভুক্তভোগী কিশোরী (২৬) পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং চট্টগ্রামের বন্দর থানার ২ নং মাইলের মাথা এলাকায় বসবাস করে । চট্টগ্রামের সিইপিজেড এর ইউনিবুক-৩ গার্মেন্টসে চাকরির সুবাদে মোঃ রেজাউল করিম এর সাথে কিশোরীর পরিচয় হয়  একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রেজাউল করিম কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার কিশোরীর বাসায় এসে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে কিশোরী মোঃ রেজাউল করিমকে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে গত ৩ জুলাই রেজাউল করিম কিশোরীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে এবং এ ধর্ষণের ঘটনা কাউকে বললে তার এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে তাকে হুমকি দেয়। ঐ ঘটনায় কিশোরী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা সত্য বলে স্বীকার করে।

গ্রেপ্তার আসামিকে  চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ