23 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » কুবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

কুবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

শাহরিয়ার অনিক নামের ওই শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, শনিবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক। তার বাসা কুমিল্লা জেলা শহরের পুলিশলাইনস্ এলাকায়।

তিনি আরও বলেন, তার নিজ বাসাতেই ঘটনাটি ঘটেছে৷ বিষয়টি আমাদের জন্য খুবই মর্মান্তিক৷ এই ধরনের বিষয় আমাদের কাম্য নয়।

বিএনএ/ আদনান, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ