38 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফরিদপুরে চলন্ত বাসে ঢুকে গেলো বিদ্যুতের খুঁটি

ফরিদপুরে চলন্ত বাসে ঢুকে গেলো বিদ্যুতের খুঁটি

ফরিদপুরে চলন্ত বাসে বিদ্যুতের খুটি

বিএনএ ডেস্ক: ফরিদপুর-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনে আঘাত করে। ফলে বিদ্যুতের একটি খুঁটি বাসের সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখি জেআর পরিবহনকে সাইড দিতে গিয়ে সংঘর্ষ হয়।

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে

এতে জেআর পরিবহনটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। আর তালুকদার পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুটি তোলার ক্রেনে আঘাত করে। এতে একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। আর সংঘর্ষের ঘটনায় তালুকদার পরিবহনের বাসের ৫ যাত্রী আহত হন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ