30 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » আজ ১৯টি হলে মুক্তি পাচ্ছে `বিউটি সার্কাস`

আজ ১৯টি হলে মুক্তি পাচ্ছে `বিউটি সার্কাস`


বিএনএ, বিনোদন ডেস্ক : আজ শুক্রবার (২৩ সেপ্টম্বর) ১৯ টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘বিউটি সার্কাস’ ছবি। পাঁচ বছরের নির্মাণযাত্রা শেষে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

পরিবেশক একশন কাট থেকে জানা যায়, রাজধানীর স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স- এস.কে.এস টাওয়ার, মহাখালী, স্টার সিনেপ্লেক্স – বিজয় স্মরণী, স্টার সিনেপ্লেক্স- সনি স্কয়ার, মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস -যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস – কদমতলী (কেরানীগঞ্জ), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স – সিলেট, সিলভার স্ক্রিন, চট্টগ্রাম, মম ইন, বগুড়া, পূরবী, ময়মনসিংহ, বিজিবি, সিলেট, তাজ সিনেমা, নওগাঁ, সংগীত সিনেমা, খুলনা, মর্ডান সিনেমা, দিনাজপুর, পান্না সিনেমা, মুক্তারপুর, রাজ সিনেমা, কুলিয়ারচর, মাধবী সিনেমা, মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স, গুরু দাসপুর, রাজিয়া সিনেমা, নাগরপুরে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

দারাজ চলচ্চিত্রটির পাওয়ার্ড বাই স্পন্সর।

মিস্টার হোয়াইট ডিটারজেন্ট কো পাওয়ার্ড বাই স্পন্সর।

বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে মাহমুদ দিদারের।

তিনি বলেন, “ভরপুর বিনোদন এবং প্রতিশোধের গল্প এটি।সার্কাসকে কেন্দ্র করে সাহসী এক নারীর লড়াই। চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি ছবি। পর্দা থেকে

এক মুহূর্তও চোখ ফেরাতে পারবেন না দর্শক।”

ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 146 


শিরোনাম বিএনএ