32 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

বিএনএ ঢাকা: সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

তিনি জানান, বিমানবন্দর থেকে টিকাগুলো গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে চীন থেকে কেনা সিনোফার্মের টিকার ৫০ লাখ ডোজের আরেকটি চালান ঢাকায় পৌঁছায়।

গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর থেকে এখন পর্যন্ত ছয়টি চালানে এক কোটি ৯৯ লাখ এক হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এসেছে। এর সঙ্গে যুক্ত হবে বৃহস্পতিবারের চালানটি।

চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এছাড়াও কোভিড টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে ৪০ লাখ সিনোফার্ম টিকা উপহার দিয়েছে চীন। এর আগে আরও ২১ লাখ সিনোফার্ম টিকা সরাসরি উপহার দিয়েছিল চীন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ