25 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জালালাবাদে গুলিতে দুই তালেবান যোদ্ধাসহ নিহত ৩

জালালাবাদে গুলিতে দুই তালেবান যোদ্ধাসহ নিহত ৩

জালালাবাদে গুলিতে দুই তালেবান যোদ্ধাসহ নিহত ৩

বিএনএ,বিশ্ব ডেস্ক :  আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানীতে একটি চেক পোস্টে আল কায়েদার স্থানীয় গ্রুপের গুলিতে দুই তালেবান যোদ্ধা ও একজন পথচারী নিহত হয়েছে। একই প্রদেশে বোমা হামলায় অপর দুই তালেবান সদস্য আহত হয়। বুধবার(২২সেপ্টেম্বর) রাজধানী জালালাবাদে এই সব ঘটনা ঘটে।

দিনিউজ ডটপিকে জানায়, এক অজ্ঞাত বন্দুকধারী রিক্সাযোগে  জালালাবাদের গাছকজেলার একটি চেকপোস্টে গুলি করে দুই সশস্ত্র তালেবান পাহারাদারকে হত্যা করেছে। এ সময় একজন পথচারীও গুলিতে মারা যায়।

অবশ্য তালেবান সরকার ঘটনার সত্যতা স্বিকার করলেও বলেছে, গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে। তালেবান সদস্য নহে।

আফগানিস্তানের খবর

খবরে বলা হয়, দায়েশ- আল কায়েদা , আইএসআইএল এর এক সময়কার শক্ত ঘাঁটি ছিল  নানগারহার প্রদেশে। তাদের স্থানীয় এজেন্ট দায়েশ-কে(খোরাশান) ওই হত্যাকাণ্ডের দায় স্বিকার করেছে।

আরও পড়ুন : সাধারণ অধিবেশনে যোগ দিতে জাতিসংঘকে তালেবানের চিঠি

তালেবান ও দায়েশ উভয়ই সশস্ত্র উগ্রপন্থী। তাদের মধ্যে ধর্ম ও ক্ষমতা ইত্যাদি নিয়ে মতবিরোধ রয়েছে।আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শেষ হবার আগে থেকেই আইএসআইএল দেশটিতে আত্মঘাতি বোমা হামলা শুরু করেছে। মার্কিন বাহিনী গত ৩১ আগস্ট আফগানিস্তান ছেড়ে যায়।

বাংলা বিএনএ নিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ