17 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » বাইক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

বাইক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

বাইক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধের ১ঘন্টা পর উপাচার্যের আশ্বাসে প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৩ জুলাই) দুপুর ৩টায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসিগেটের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কানিজ ফতেমা শান্তা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে এসে শিক্ষার্থীর পায়ে মেরে দেয় একটি মোটরসাইকেল, এতে পা ভেঙ্গে যায় ঐ ছাত্রীর। আহত শিক্ষার্থী বর্তমান শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন।

উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হল বাইকটি চিহ্নিত করে যথাযথ শাস্তির আওতায় আনা, আহত শিক্ষার্থীর চিকিৎস্যা ব্যায় বহন করবে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং দেওয়া এবং গাড়ির গতিসীমা সীমিতকরণ প্রভৃতি।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন বলেন “আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী কানিজ ফাতিমা শান্তার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাইক দুর্ঘটনায় পা ভেঙ্গে গেছে। এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করি। পরে উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি।

উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন আহত শিক্ষার্থীর পাশে থাকার কথা নিশ্চিত করে অবরোধকারী শিক্ষার্থীদের বলেন, “তোমাদের দাবিগুলো যৌক্তিক আমরা দাবিগুলো আগামী এক সপ্তাহের মধ্য পূরণের চেষ্টা করব। আমি স্পিড ব্রেকার নির্মাণ, গাড়ির গতিসীমা সীমিতকরণের বিষয়ে রোডস এন্ড হাইওয়ে ও ট্রাফিক বিভাগের সাথে কথা বলব এবং বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে যে গাড়িটি শিক্ষার্থীকে আহত করেছে তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনব। এছাড়াও তিনি বলেন, আগামীকাল রাস্তায় লাইব্রেরি ও ভিসিগেটের সামনে জেব্রাক্রসিংয়ের ব্যবস্থা করা হবে।”

বিএনএনিউজ/রবিউল ইসলাম,বিএম

Loading


শিরোনাম বিএনএ