16 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জীবিত রাসেলস ভাইপার নিয়ে প্রেস ক্লাবে কৃষক

জীবিত রাসেলস ভাইপার নিয়ে প্রেস ক্লাবে কৃষক

rasel viper

বিএনএ ডেস্ক: জীবিত রাসেলস ভাইপার নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আসলেন রেজাউল খান (৩২) নামের এক কৃষক।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় ‌তিনি ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ওই জীবিত রাসেল ভাইপারটি দেখান।

রেজাউল খান সাংবাদিকদের বলেন, শনিবার বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে চাষ করার সময় ওই রাসেল ভাইপারটিকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় সাপটিকে অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে ফেলেন।‌ এ সময় প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে ওই পাতিলের তার মুখ বন্ধ করে দেন‌।

এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনুসহ স্থানীয় ‌লোকজন ‌উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ