27 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » পদ্মাসেতুতে কর্মরত চীনা প্রকৌশলী নিখোঁজ

পদ্মাসেতুতে কর্মরত চীনা প্রকৌশলী নিখোঁজ

পদ্মা সেতুর

বিএনএ, মুন্সীগঞ্জ : প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান পাওয়া যায়নি পদ্মাসেতুতে কর্মরত চীনা প্রকৌশলী জো জিয়ান চেংয়ের।

মঙ্গলবার (২২ জুন) রাত ৮টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে নির্মাণাধীন বৈদ্যুতিক খুটির বার্জ থেকে তিনি নিখোঁজ হোন। তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরী, নৌ-পুলিশ ও পদ্মাসেতুর নিরাপত্তায় থাকা সেনাবাহিনীর সদস্যরা।

লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজে চীনের প্রকৌশলীরা নিয়ােজিত আছেন।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, মূল পদ্মানদীতে টি-১৩ নামের বৈদ্যুতিক খুটি নির্মাণে রাতের শিফটে কাজ করতে গিয়েছিলেন চীনা প্রকৌশলী। সর্বশেষ তাকে রেলিংয়ের পাশে বসে থাকতে দেখা যায়। কাজের প্রয়োজনে তাকে সব জায়গায় খুঁজেও খোঁজ মেলেনি।  প্রায় ৬ মাস হলো তিনি কাজে যোগ দিয়েছিলেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Total Viewed and Shared : 128 


শিরোনাম বিএনএ