32 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা ঋষি সুনাকের

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা ঋষি সুনাকের


বিএনএ, বিশ্বডেস্ক : আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এ বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। স্থানীয় সময় বিকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। খবর বিবিসি।

সংসদ ভেঙ্গে আগাম নির্বাচনের তারিখ ঘোষণার আগে বিষয়টি মন্ত্রীদের জানান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজা চার্লস অনুমতি প্রদানের পর এটি জনসম্মুখে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ