30 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রাধানগর,মুহুরীগঞ্জ ও নিজপানুয়ায় কাপ-পিরিচের সমর্থনে সমাবেশ

রাধানগর,মুহুরীগঞ্জ ও নিজপানুয়ায় কাপ-পিরিচের সমর্থনে সমাবেশ

রাধানগর,মুহুরীগঞ্জ ও নিজপানুয়ায় কাপ-পিরিচের সমর্থনে সমাবেশ

ছাগলনাইয়া(ফেনী) :ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মিজানুর রহমান মজুমদার কাপ-পিরিচ মার্কার সমর্থনে বুধবার ( ২২মে ২০২৪) রাধানগর, মুহুরীগঞ্জ ও নিজপানুয়ায় পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
May be an image of 3 people, dais and text that says 'জুমদ সমর্থন মনননামইক দনা মাইক মানিনা নিেইয়,01835-490172 নাইয়া, 01835-490172 gele'
রাধানগর ইউনিয়ন কালভার্টে বুধবার( ২২মে ২০২৪) ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার এর কাপ-পিরিচ মার্কার সমর্থনে বিশাল স্বতস্ফুর্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
May be an image of 1 person, crowd and text
এতে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের কর্মী সমর্থক ছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
May be an image of 13 people, dais and text
ছাগলনাইয়ার পুরাতন মুহুরীগঞ্জ বাজারে বুধবার(২২মে২০২৪) সন্ধ্যায় গণসংযোগ করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মিজানুর রহমান মজুমদার(কাপ-পিরিচ মার্কা)।
May be an image of 5 people and text
 
বুধবার(২২মে ২০২৪) নিজপানুয়া দরবার শরীফ মসজিদে নামাজ আদায় শেষে কবর জেয়ারত করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার (কাপ-পিরিচ)।
May be an image of 8 people and text
এ সময় কাপ পিরিচ মার্কার সমর্থনে এলাকায় গণসংযোগ করেন তিনি।
May be an image of 10 people and temple
এবিএম নিজাম উদ্দিন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ