বিএনএ, ডেস্ক: ভারতীয় পুলিশ ও বিএসএফের যৌথ টহলদারিতে ভারত সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিথারী ও হাকিমপুর সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে বিথারী সীমান্ত থেকে গ্রেপ্তার হন দুই নারীসহ চারজন। তারা দিল্লি ও মুম্বাই যেতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেন। এছাড়া হাকিমপুর সীমান্তে গ্রেপ্তার হন এক নারী।
মঙ্গলবার (২২ মে) তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক প্রত্যেককে ১৪ দিনের বিচার বিভাগীয় জেলা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
বিএনএনিউজ/বিএম
Total Viewed and Shared : 110,816