29 C
আবহাওয়া
৪:৫৩ পূর্বাহ্ণ - মে ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিমানের সৌদি ফ্লাইট চালু কাল

বিমানের সৌদি ফ্লাইট চালু কাল

ভাড়া কমলো বিমানের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের

বিএনএ, ঢাকা : করোনার কারণে আটকে পড়া বাংলাদেশিদের সৌদি ফেরাতে বাংলাদেশ এয়ারলাইন্স কাল থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, সীমিত আকারে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় শুধু ঢাকা-রিয়াদ ফ্লাইট চালানো হবে। পরে সৌদির ৩ স্টেশন জেদ্দা-রিয়াদ-দাম্মামেও সীমিত আকারে ফ্লাইট যাবে। ২৪ মে দুবাইয়ের উদ্দেশেও বিমানের একটি ফ্লাইট ছেড়ে যাবে।

তবে এসব স্টেশনগুলোতে বিমানের ১৬২ সিটের (বোয়িং-৭৩৭) ছোট এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট চালানো হবে।

সেই হিসাবে দুবাইয়েও সপ্তাহে দুটি এবং সৌদি আরবের ৩ স্টেশনে সপ্তাহে ২টি করে ৬টি ফ্লাইট চলাচল করবে। যাত্রী পাওয়া গেলে তখন আরও ফ্লাইট বাড়ানো হবে।

সৌদি আরবের সিভিল এভিয়েশনের দেওয়া কঠোর শর্তারোপের কারণেই রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ৪ দিনের শিডিউল ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

সৌদি আরবের নতুন শর্তানুযায়ী যাত্রীদের সৌদি আরব যাওয়ার পরই নিজ খরচে ৭ দিনের কোয়ারেন্টিন বাবদ হোটেলে থাকা-খাওয়া এবং দুই দফা করোনা পরীক্ষা করানোর খরচ ফ্লাইটের টিকিটের টাকা থেকেই সৌদি কর্তৃপক্ষ কেটে নেওয়ার কথা জানিয়েছে। সে কারণেই নতুন করে বাড়তি ব্যয়ের মুখে পড়তে হচ্ছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ